ইমেল অ্যাকাউন্ট খুলার পদ্ধতি (ইয়াহু-Yahoo)

How to open a new YAHOO Mail account
ইয়াহু (Yahoo! Incorporation) এর প্রতিষ্ঠাতা হলেন জেরি ইয়াং ইয়াহু ও ডেভিড ফিলো। ইয়াহু (Yahoo! Incorporation) এর প্রধান কার্যালয় সানিভেল শহরে অবস্থিত, যা মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের একটি অংশ। ইয়াহু (Yahoo! Incorporation) এর বিভিন্ন ফ্রি সেবার মধ্যে ইয়াহু মেইল হল অন্যতম।

নতুন ইয়াহু মেইল অ্যাকাউন্ট খুলার জন্য নিচের পদ্ধতিগুলো অনুসরন করুনঃ

ধাপ-১: প্রথমে এখানে ক্লিক করুন

ধাপ-২: ওয়েব-সাইটটির নিচে ডান দিকের Create New Account লিখাটিতে ক্লিক করুন।

ধাপ-৩:  এখন রেজিস্ট্রেশন ফরমটি সঠিকভাবে পূরণ করে উপযুক্ত ক্যাপচা (আঁকা-বাঁকা অক্ষরের ছবি) লিখে Create My Account লেখাটিতে ক্লিক করুন।

ধাপ-৪: এবার নিচের ফর্মটির মত আপনার ইমেইলের তথ্য সম্পর্কিত একটি ফর্ম আসবে। আপনি ইচ্ছা করলে এটিকে ভবিষ্যতের জন্য সংরক্ষণ করতে পারেন। যদি আপনি কখনও আপনার ইমেইল আই.ডি অথবা পাসওয়ার্ড ভুলে যান, তাহলে এই ফর্মের ইনফর্মেশনের সাহায্যে আপনার ইমেইল অ্যাকাউন্টি পুনঃরুদ্ধার (Recover) করতে পারবেন। 


Yahoo mail account details after opening mail account














এখন  Continue   লিখাটিতে ক্লিক করলে সাথে সাথে ইয়াহু অ্যাকাউন্টের ইনবক্স ওপেন হয়ে যাবে।




প্রয়োজনীয় লিংকঃ
জিমেইলে অ্যাকাউন্ট খুলতে চাইলে  এখানে ক্লিক করুন
ইয়াহু-তে অ্যাকাউন্ট খুলতে চাইলে এখানে ক্লিক করুন




যে কোন ধরনের তথ্য / অনুসন্ধানের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।
আপনার উন্নতি ও সফলতাই আমাদের একান্ত কাম্য।

*** ধন্যবাদ ***

দয়া করে এখানে আপনার মূল্যবান মতামত রেখে যাবেন। আপনার মূল্যবান মতামত আমাদের নতুন কিছু লেখার জন্য উৎসাহিত করবে।

Post a Comment

দয়া করে এখানে আপনার মূল্যবান মতামত রেখে যাবেন। আপনার মূল্যবান মতামত আমাদের নতুন কিছু লেখার জন্য উৎসাহিত করবে।

Post a Comment (0)

Previous Post Next Post