ইমেল অ্যাকাউন্ট খুলার পদ্ধতি (জিমেল-Gmail)

How to open a new Gmail account
 ই-মেইল এর সম্পূর্ণ নাম হল ইলেক্ট্রনিক মেইল, যার সাহায্যে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে কোন সংবাদ বা তথ্য এক স্থান হতে অন্ন স্থানে প্রেরন করা হয়। ইন্টারনেট ব্যবহারকারীদের কাছে ইমেইল অ্যাকাউন্ট এর প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুতপূর্ণ। ইন্টারনেটে ফ্রি ইমেইল সার্ভিস প্রদান করে এইরকম একটি সুনামধন্য ও বিশ্বস্ত প্রতিষ্ঠান হল গুগল। গুগলের ফ্রি ইমেইল সার্ভিসটির নাম হল জিমেইল বা গুগল মেইল।

এই পোস্টটি মূলত নবীন কম্পিউটার / ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য প্রকাশ করলাম। নতুন জিমেইল অ্যাকাউন্ট খুলতে হলে নিচের পদ্ধতিগুলো অনুসরন করুনঃ

ধাপ-১: জিমেইল এ অ্যাকাউন্ট করতে চাইলে প্রথমে এখানে ক্লিক করুন অথবা আপনার ওয়েব-ব্রাউজারে এই লিংকটি www.gmail.com ওপেন করুন।

ধাপ-২: জিমেইলের ওয়েবসাইটটি  খুললে সাইটটির উপরে ডান দিকের CREATE AN ACCOUNT লিখাটিতে ক্লিক করুন।

ধাপ-৩: এবার  যে রেজিস্ট্রেশন ফরমটি আসবে তা যথাযথ ভাবে পূরণ করে উপযুক্ত ক্যাপচা (আঁকা-বাঁকা অক্ষরের ছবি) লিখে Next Step লেখাটিতে ক্লিক করুন। অর্থাৎ,

* First Name : এখানে আপনার নামের প্রথম শব্দ/শব্দগুলো লিখুন।
* Last Name : এখানে আপনার নামের শেষের শব্দটি লিখুন।
* Choose your username: আপনি যেই নামটি দিয়ে জিমেইল এ লগ-ইন করতে চান তা লিখুন। যেমন- আপনি যদি এই রকম (earning.info999@gmail.com) জিমেইলের ঠিকানা চান তাহলে এখানে শুধু earning.info999 লিখুন। এই ঠিকানাটি আগে থেকে কেউ ব্যবহার করছে কিনা তা পরিক্ষা করার জন্য check availability !  লিখাটিতে ক্লিক করুন। যদি এটি আগে থেকে কেউ ব্যবহার করে থাকে, তাহলে আপনাকে আবার নতুন Userame দিয়ে চেক করতে হবে। আর যদি নিচে .................. is available আসে তাহলে পরের অংশটি পূরণ করুন।
* Cerate a password : জিমেইল অ্যাকাউন্ট এর জন্য ৮ বা তার বেশি ডিজিটের পাসওয়ার্ড লিখুন। পরবর্তীতে এই পাসওয়ার্ড দিয়েই আপনার অ্যাকাউন্টটি খুলতে হবে। তাই আপনি সহজে মনে রাখতে পারবেন এই রকম পাসওয়ার্ড দিন।
* Confirm your password :  আবার আগের পাসওয়ার্ডটি দিন।
* Birthday: আপনার জন্ম তারিখ লিখুন।
* Gender: আপনার Gender সিলেক্ট করুন।
* Mobile Phone: এখানে আপনার মোবাইল নাম্বারটি লিখুন
* Prove you're not a robot: এখন ক্যাপচা পূরণ করুন।
* Location: আপনার দেশের নাম সিলেক্ট করুন এবং নিচের শর্ত গুলোতে রাজী হয়ে টিক দিন।

 ধাপ-৪:   অ্যাকাউন্টটি ভেরিফাই করার জন্য Google কোম্পানি আপনার মোবাইল ফোনে একটি মেসেজ(Message/SMS) পাঠাবে অথবা ভয়েস কল (Voice Call) করবে। ৬ ডিজিটের এই কোডটি নির্ধারিত বাক্সে লিখে ok তে ক্লিক করলেই আপনার অ্যাকাউন্ট তৈরি ও ব্যবহারের উপযোগী হয়ে যাবে।

ধাপ-৫: এখন আপনার ছবি সিলেক্ট করুন অথবা Next Step এ ক্লিক করুন।

ধাপ-৬: এখন Continue to Gmail লিখাটিতে ক্লিক করুন এবং সাথে সাথে জিমেইল অ্যাকাউন্ট তৈরি হয়ে এর ইনবক্স ওপেন হয়ে যাবে।




প্রয়োজনীয় লিংকঃ
জিমেইলে অ্যাকাউন্ট খুলতে চাইলে  এখানে ক্লিক করুন
ইয়াহু-তে অ্যাকাউন্ট খুলতে চাইলে এখানে ক্লিক করুন




যে কোন ধরনের তথ্য / অনুসন্ধানের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।
আপনার উন্নতি ও সফলতাই আমাদের একান্ত কাম্য।

*** ধন্যবাদ ***

1 Comments

দয়া করে এখানে আপনার মূল্যবান মতামত রেখে যাবেন। আপনার মূল্যবান মতামত আমাদের নতুন কিছু লেখার জন্য উৎসাহিত করবে।

Post a Comment

দয়া করে এখানে আপনার মূল্যবান মতামত রেখে যাবেন। আপনার মূল্যবান মতামত আমাদের নতুন কিছু লেখার জন্য উৎসাহিত করবে।

Post a Comment

Previous Post Next Post