Blu Ray (DVD) ডিস্ক দিয়ে বানাবে সোলার প্যানেল।


সোলার প্যানেল এখন সারা বিশ্বে খুব বেশী পরিমাণে ব্যাবহার হচ্ছে। বিশেষ করে উন্নয়নশীল বিশ্বে এর চাহিদা খুব বেশী। কিন্তু এর দাম খুব বেশী থাকায় মানুষ তাদের চাহিদা মাফিক সোলার প্যানেল ব্যাবহার করতে পারছেনা। ফলে Northwestern University  এর গভেসকরা  বিকল্প কিছুর চিন্তা করেন।  তারা বলেন এই Blu-Ray ডিস্ক সোলার সেলের সব সুভিধা দিতে পারবে। কারণ এর মধ্যেও  সোলার প্যানেলের মতো আলো গ্রহন করার ক্ষমতা রয়েছে। Northwestern University  এর গভেসকরা তাদের গভেসনায় দেখান যে প্রথমিক পরীক্ষায় এটি খুব ভালো সাফল্য দিয়েছে। 

Blu Ray ডিস্ক সর্ব প্রথম SONY কোম্পানি ২০০০ সালে DVD এর বিকল্প হিসাবে উদ্ভাবন করে। যার মাধ্যমে DVD এর চেয়ে আরও বেশী গান বা ভিডিও ধারন করা যেত। 

তথ্য সুত্রঃ- nature

দয়া করে এখানে আপনার মূল্যবান মতামত রেখে যাবেন। আপনার মূল্যবান মতামত আমাদের নতুন কিছু লেখার জন্য উৎসাহিত করবে।

Post a Comment

দয়া করে এখানে আপনার মূল্যবান মতামত রেখে যাবেন। আপনার মূল্যবান মতামত আমাদের নতুন কিছু লেখার জন্য উৎসাহিত করবে।

Post a Comment (0)

Previous Post Next Post