নোকিয়া নিয়ে আর ভুমিকা করার কিছু নেই। তবে নকিয়া যে Microsoft এর কাছে বিক্রি হয়ে গেছে তা আমারা সবাই জানি। কিন্তু Microsoft এর কাছে নোকিয়া শুধু তাদের ব্রান্ড নেমটিই বিক্রি করেছিল এক বছরের জন্য। যার মেয়াদ ২০১৫ সালের দিসেম্বার মাসেই শেষ । ফলে এতদিন নকিয়ার Technological industry অকেজো পড়েছিল। কিন্তু ব্রান্ড হিসাবে নকিয়ার একটা বিশাল সুনাম অনেক আগে থেকেই মার্কেট এ আছে। তাই এরা আবার ফিরছে মার্কেট এ। নতুন রুপে নতুন ডিজাইনে। তবে এরি মধ্যেই তারা তাদের HARE Map এর মাধ্যমে গুগলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করা শুরু করে দিয়েছে। যা তাদেরকে অ্যাপ জগতে খুব ভালো অবস্থান দিয়েছে।
প্রযুক্তির সিক্রেট খবর গুলি আগাম জানান দিতে আমি আছি আপনার সাথে। এখানে আসুন।
Post a Comment
দয়া করে এখানে আপনার মূল্যবান মতামত রেখে যাবেন। আপনার মূল্যবান মতামত আমাদের নতুন কিছু লেখার জন্য উৎসাহিত করবে।