সম্প্রতি USA এর বিজ্ঞানীরা নতুন রিচারজেবল ব্যাটারি আবিষ্কার করেছেন যা মাত্র ৬০ সেকেন্ডেই চার্জ হবে এবং এটা পরিবেশ অনুকুল প্রযুক্তি, আরও কম দাম, ধীরগস্থায়ি করে তৈরি করা হয়েছে। আর এটা লিথিয়াম ব্যাটারির মত উত্তপ্ত হয়েও উঠবেনা। ফলে এটা ব্লাস্ট করার কোন ভয় থাকবেনা।
Stanford University এর ক্যামিস্ট Hongjie Dai বলেন তাদের এই ব্যাটারি যদি ড্রিলও করা হয়, তবুও ব্লাস্ট করবেনা। আর বাজারের সাধারণ lithium-ion Batteries গুলি পরবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। ফলে তাদের আবিষ্কৃত এই ব্যাটারি গুলি হবে lithium-ion Batteries বিকল্প। এই রিচারজেবল ব্যাটারির মুল উপাদান হচ্ছে liquid electrolyte. যা সাধারণ তাপ মাত্রায় গলিত অবস্থায় থাকে। ফলে এটা অত্তান্ত নিরাপদ। গভেসক দল কিছু স্মার্ট ফোনের উপর পরীক্ষা কর দেখেছেন যে তাদের এই মাত্র ৬০ সেকেন্ডেই চার্জ হয়।
কি খুশী হয়েছেন তো ?? অপেক্ষা করুন । হয়তো কিছু দিনের মধ্যে আপনিও পেয়ে যাবেন।
মুল সুত্র
মুল সুত্র
Post a Comment
দয়া করে এখানে আপনার মূল্যবান মতামত রেখে যাবেন। আপনার মূল্যবান মতামত আমাদের নতুন কিছু লেখার জন্য উৎসাহিত করবে।