এবার বাংলা ব্লগ থেকেও ডলার আয় করুন Chitika Add এর মাধ্যমে


chitika-ads_earn_money_by

আমরা সবাই জানি ব্লগ থেকে বিভিন্ন অ্যাড এর মাধ্যমে আয় করা যায়। আর এই অ্যাড এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং বিশ্বস্থ হল গুগল অ্যাডসেন্স (Google AdSense) কিন্তু গুগল অ্যাডসেন্স পাওয়া এখম যেন সোনার হরিণ, আর পেয়ে গেলেও একে রক্ষা করা যেন হীরার (Diamond) হরিণের মত এই কথা থেকে স্কুল-কলেজে পড়া একটা ভাবসম্প্রসারন এর কথা মনে পড়ে গেলো- স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন
 আবার আরও একটা কথাও আছে যে গুগল অ্যাডসেন্স বাংলা ব্লগে সাপোর্ট করে না অর্থাৎ তারা বাংলা ব্লগে অ্যাডসেন্স দেইনা। এখন তাহলে  আমরা যারা বাংলা ভাষায় ব্লগিং তারা কি করবে? তাদের জন্য আরও অনেক অ্যাড কোম্পানি আছে তবে তাদের মধ্যে Chitika খুব ভালো পে করে এবং বিশ্বস্থ। Chitika ও PPC অর্থাৎ Pay Per Click, CPM হিসেবে টাকা দেই।


অনেকে চিতিকাকে(Chitika) গুগল অ্যাডসেন্স এর বিকল্প হিসেবে ভাবছেন। আমার এই পোস্টে নিচের বিষয় গুলো নিয়ে আলোচনা করবঃ



১. চিতিকার কিছু সুবিধা
২. কিভাবে চিতিকার অ্যাড পাবেন আপনার ব্লগে
৩. চিতিকা কি পরিমান টাকা দেই PPC, CPM হিসেবে
৪. টাকা উত্তোলন করার উপায়
৫. চিতিকা অ্যাড পাওয়ার পর যা করা উচিত নয়! এগুলো করলে অ্যাকাউন্ট ব্যান হতে পারে।
তাহলে শুরু করা যাক

অনেকেই মনে করতে পারে চিতিকা একটি ভুয়া সাইট, এরকম যদি কেও মনে করে থাকলে আপনি আর পোস্টটি না পড়ে গুগলে সার্চ দিয়ে দেখুন।

চিতিকার সুবিধা সমূহঃ

১. আপনার ব্লগে আপনি গুগলে অ্যাডসেন্সর সাথে চিতিকার অ্যাড ব্যবহার করতে পারেন তাতে আপনার অ্যাডসেন্স ব্যান হবে না।
২. চিতিকা বাংলা ভাষার ব্লগ সাপোর্ট করে।
৩. চিতিকাতে ১০ ডলার হলেই আপনি টাকা উত্তোলন করতে পারবেন।
৪. তাদের বিভিন্ন রকম অ্যাড ইউনিট আছে।
৫. আপনি তাদের Referral Program থেকেও আয় করতে পারবেন। 

 **এখন তাহলে আশা যাক কিভাবে বা কি করে chitika এর অ্যাড পাওয়া যায়? 


উত্তরে আমি বলতে পারি (আমার নিজের মতামত)- আপনার ব্লগে ভালো মানের ১০-১৫ টি পোস্ট থাকলে এবং ভালো মানের ভিজিটর থাকলে যেমন প্রতিদিন ১৫০-২৫০ তাহলে আশা করি আপনি চিতিকার অ্যাড পেয়ে যাবেন।

150-250 visitor থাকলে ভাল আয় করতে পারবেন না; ব্লগে প্রতিদিন ১০০০+ ভিজিটর হলে আপনি ভালো আয় করতে পারেন। (US, Canada, Germany হলে কথায় নাই)


Chitika তে Apply করার জন্য এখানে যান http://www.chitika.com/publishers/apply?refid
উপরের দেওয়া লিঙ্কটি আমার referral। আপনার যদি আমার referral হতে রেজিস্ট্রেশান করতে ইচ্ছা না হয় তাহলে নিচের লিঙ্কে যান


  **এখন অনেকে ভাবছেন তারা কি পরিমান টাকা দেই প্রতিটা ক্লিক এর জন্য?

চিতিকা কত টাকা দেই তা ঠিক করে কেও জানে না শুধুমাত্র তাঁরা ছাড়া তবে আপনার অনেক ফোরামে দেখলাম এবং ব্লগে দেখলাম চিতিকা সর্বনিম্ন $0.02 - $0.06 করে দেই, গড়ে $0.30-$0.60 দেই এবং সর্বোচ্চ $3 পর্যন্ত দেই। আপনার ব্লগে যদি US, Canada, Germany, Australia এর বেশি ভিজিটর থাকে তাহলে আয় হবে সর্বোচ্চ এবং India, New Zealand, UK এখান থেকে ক্লিক পেলে মোটামুটি একটি আয় পাবেন। বিস্তারিত জানার জন্য আপনি গুগলে সার্চ দিতে পারেন   

   ** আপনার আয় করা ডলার আপনার হাতে পাবেন কিভাবে?

চিতিকা দুইভাবে টাকা Pay করেঃ

১. PayPal এর মাধ্যমেঃ PayPal এর মাধ্যমে টাকা পাওয়ার জন্য আপনার অ্যাকাউন্টে সর্বনিম্ন ১০ ডলার হতে হবে।
২. চেক এর মাধ্যমেঃ আপনি আবার চেকের মাধ্যমেও টাকা পেতে পারেন তবে চেকের মাধ্যমে টাকা পেতে আপনার অ্যাকাউন্টে সর্বনিম্ন ১০০ ডলার হতে হবে।

  ** আপনার ব্লগে চিতিকা অ্যাড পেলে কি কি করবেন না?

আপনি চিতিকার Terms and condition গুলো ভালো কেরে পড়ুন যাতে আপনি তাদের Terms এর বাইরে কিছু না করেন। আমি কয়েকটি কথা বলব ভালো করে পড়ুনঃ
১. নিজের অ্যাডে নিজে কখনও ক্লিক করবেন না। বেশি লোভ করলে আমও যাবে ছালা ও যাবে।
২. কখনও কোন সফটওয়্যার দিয়ে fake click করাতে যাবেন না।
৩. IP Hide করে নিজের অ্যাডে ক্লিক করতে যাইয়েন না।
৪. চিতিকাতে দুটি অ্যাকাউন্ট খুলতে যাবেন না ধরা খাইলে দুটিই ব্যান করে দিবে।

আশা করি কথা গুলো বুঝতে কোন অসুবিধা হয় নাই, যদি কোন কিছু না বুঝে থাকেন তবে কমেন্ট করে জিজ্ঞেস করুন।

পোস্টটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। পোস্টটি যদি ভালো লাগে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং কমেন্ট করুন। আমার ব্লগটি ভালো লাগলে Subscribe করতে ভুলবেন না কিন্তু।


দয়া করে এখানে আপনার মূল্যবান মতামত রেখে যাবেন। আপনার মূল্যবান মতামত আমাদের নতুন কিছু লেখার জন্য উৎসাহিত করবে।

Post a Comment

দয়া করে এখানে আপনার মূল্যবান মতামত রেখে যাবেন। আপনার মূল্যবান মতামত আমাদের নতুন কিছু লেখার জন্য উৎসাহিত করবে।

Post a Comment (0)

Previous Post Next Post