এবার মেয়র প্রার্থীদের খোঁজখবর নিন মোবাইল অ্যাপস দিয়ে। আর ভোট দিন যোগ্য প্রার্থীকে।


এবার মেয়র প্রার্থীদের খোঁজখবর জানাবে মোবাইল অ্যাপস। ধরুন- মেয়র প্রার্থী আনিসুল হক বা তাবিথ আউয়ালের আয় কত কিংবা মির্জা আব্বাস বা খোকনের বিরুদ্ধে কয়টা মামলা আছে? নির্বাচনের সময়ে প্রার্থীদের নিয়ে ভোটার মনে এমন অনেক প্রশ্ন জাগ্রত হয়। আর সেই সব প্রশ্নগুলোর উত্তর জানাবে এই মোবাইল অ্যাপস।  

এই মোবাইল অ্যাপস-টির নাম OpenDhaka  ‘ওপেন ঢাকা’।  অ্যাপ্লিকেশন তৈরি করছেন ‘সরব অ্যাকাউন্ট্যাবিলিটি ল্যাব’। এই অ্যাপস্-টি পাওয়া যাবে গুগল প্লে-স্টোর অথবা এই লিঙ্কে ক্লিক  করে ।

দীর্ঘদিন পর ঢাকা ও চট্টগ্রামে মেয়র নির্বাচন হচ্ছে। শুরু হয়েছে প্রচারণা। প্রার্থীরা ব্যস্ত প্রচারণায়। কিন্তু কাকে ভোটটি দেবেন, তা নিয়ে সাধারণ নাগরিকদের টেনশনের কমতি নেই। সেই সব তথ্য জানালো লক্ষ্যেই তৈরি করা হয়েছে  ‘ওপেন ঢাকা’ অ্যাপ্লিকেশনটি ।

অ্যাপ্লিকেশনটিতে নির্বাচনে অংশগ্রহনকারী প্রার্থীদের নানা তথ্য দেওয়া আছে।

দয়া করে এখানে আপনার মূল্যবান মতামত রেখে যাবেন। আপনার মূল্যবান মতামত আমাদের নতুন কিছু লেখার জন্য উৎসাহিত করবে।

Post a Comment

দয়া করে এখানে আপনার মূল্যবান মতামত রেখে যাবেন। আপনার মূল্যবান মতামত আমাদের নতুন কিছু লেখার জন্য উৎসাহিত করবে।

Post a Comment (0)

Previous Post Next Post