যে পাঁচটি কাজ আপনার আন্ড্রয়েড ঘড়ি করতে পারেনা কিন্তু অ্যাপেলের ঘড়ি Apple Watch করতে পারে।



Force Touch ব্যাবহার
Force Touch ব্যাবহার করে Apple Watch ঘড়ির পাওয়ার Off করা সম্ভব। যা অন্য আন্ড্রয়েড ঘড়ি যেমন LG বা Motorola তে ব্যাবহার করা যায়না। সেখানে ম্যানুয়াল বাটন কাজ করে। 

সরাসরি কল রিসিভ এবং কল করা যায়
Apple Watch এ দিয়ে সরাসরি কল রিসিভ এবং কল করা যায়। কিন্তু আন্ড্রয়েড ঘড়ি যেমন LG বা Motorola দিয়ে কল রিসিভ করলেও কল করা যাবেনা। 

Digital Crown বাটন
এর মাধ্যমে যে কোন ফটোকে Zoom এবং Zoom out করা যাবে। অন্য আন্ড্রয়েড ঘড়িতে এই বাটন নেই। 


NFC-based payments
Apple Watch এর মাধ্যমে যুক্তরাষ্ট্রে আপনি ফিজিক্যাল Payment করতে পারবেন। অন্য আন্ড্রয়েড ঘড়িতে নেই। তবে  G Watch Urbane এ এই প্রযুক্তি থাকলেও তা Apple Watch এর মতো নয়। 


 Unlock hotel doors
হ্যাঁ এই Apple Watch এর মাধ্যমে আপনি হোটেলের Door Unlock করতে পারবেন। কারণ এটি স্মার্ট কার্ডের কাজ করবে। 
পোস্ট প্রথম প্রকাশিত হয় এখানে।

দয়া করে এখানে আপনার মূল্যবান মতামত রেখে যাবেন। আপনার মূল্যবান মতামত আমাদের নতুন কিছু লেখার জন্য উৎসাহিত করবে।

Post a Comment

দয়া করে এখানে আপনার মূল্যবান মতামত রেখে যাবেন। আপনার মূল্যবান মতামত আমাদের নতুন কিছু লেখার জন্য উৎসাহিত করবে।

Post a Comment (0)

Previous Post Next Post